সকল মেনু

চাঁদপুরে ৫ দিনব্যাপী পঞ্চম ইলিশ উৎসব শুরু

Illish fastibleনিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:জেগো ওঠো মাটির টানে’ এ শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ৫ দিনব্যাপী গ্রামীণফোন পঞ্চম ইলিশ উৎসব। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিল্পী, কলাকুশলী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সকল শ্রেণীর মানুষের ব্যাপক উপস্থিতিতে এ উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আমির জাফর। সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির আহ্বায়ক ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা কাজী শাহাদাত। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গ্রামীণফোন কুমিল্লার রিজিওনাল হেড, জেনারেল ম্যানেজার শাহ মোঃ ইব্রাহীম আজাদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান লিটন, জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক দেওয়ান, জেলেদের নেতা শাহআলম মল্লিক। অনুষ্ঠানে ‘ইলশেনামা’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

প্রথম দিনের অনুষ্ঠানে চাঁদপুরের দু’জন বরেণ্য ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান চৌধুরী ও অগ্রণী ব্যাংক লিঃ প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) একেএম মজিবুর রহমান স্বপন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top