সকল মেনু

সাহিত্যিক মনজুরে মওলা আর নেই

হটনিউজ ডেস্ক:

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক মনজুরে মওলা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আজ রোববার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির উপ-পরিচালক সরকার আমিন।

বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন মনজুরে মওলা। চলতি মাসের শুরুর দিকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে চলতি সপ্তাহে ফের নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

মনজুরে মওলার পরিবার সূত্র জানিয়েছে, মনজুরে মওলার দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা আলোচনা করে পরে বিস্তারিত জানাবেন।

১৯৮৩ সালে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন মনজুরে মওলা। এ ছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top