সকল মেনু

খুলনায় খাদ্যশস্য আত্মসাতের মামলায় খাদ্য কর্মকর্তার কারাদণ্ড

হটনিউজ ডেস্ক:

খাদ্যশস্য নষ্ট দেখিয়ে টাকা আত্মসাৎ করার দায়ে খুলনা সিএসডি গোডাউনের কর্মকর্তা আব্দুর জব্বার হাজরাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ লাখ ৫৭ হাজার ৮৫৪ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। আসামি জব্বার হাজরা বর্তমানে পলাতক রয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার আদালত পরিদর্শক বিজন কুমার রায় বলেন, খুলনা খাদ্য গুদামের দায়িত্বে থাকাকালে খাদ্যশস্য নষ্ট দেখিয়ে ২৮ লাখ ৭৬ হাজার ২৩৩ টাকা আত্মসাৎ করেন আব্দুর জব্বার হাজরা। ওই অভিযোগে ২০০৪ সালে খুলনার খালিশপুর থানায় মামলা করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিদর্শক বজলুর রহমান। দীর্ঘ তদন্তের পর ২০১৪ সালে দুদকের আরেক কর্মকর্তা মোশাররফ হোসেন ওই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top