সকল মেনু

সুপ্রিম কোর্টে খারিজ ট্রাম্পের নির্বাচনের ফল বদলানোর মামলা

হটনিউজ ডেস্ক:

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চারটি রাজ্যের ফল বাতিল করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

এই সপ্তাহে করা একটি মামলায় বলা হয় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না।

অথচ ওই চারটি রাজ্যে জো বাইডেন বিজয়ী হয়েছেন। ট্রাম্পের পক্ষে করা মামলাটিতে ১৯ টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে।

কিন্তু গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে টেক্সাসের কোনো আইনি সক্ষমতা নেই মামলাটি করার।

আদালত বলেছেন, যখন অন্য একটি রাজ্য তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোনো বিচারিক আগ্রহ থাকতে পারে না।

এই আদেশ ডোনাল্ড ট্রাম্পের জন্য আরেকটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোনো তথ্য-প্রমাণ ছাড়াই বলেছিলেন নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

আগে পেনসিলভানিয়ায় জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলাও খারিজ করেছে আদালত। নির্বাচনের পর থেকেই ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছে।

কিন্তু কোনো মামলা জো বাইডেনের জয় উল্টে দেওয়ার কাছাকাছি আসতে পারেনি। মার্কিন ইলেক্টরাল কলেজ ভোটে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন হারিয়ে দেন ট্রাম্পকে।

সূত্র: বিবিসি, সিএনএন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top