সকল মেনু

উপ-নির্বাচনে ভোট কেটে নেওয়ার অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর

হটনিউজ ডেস্ক:

যশোরের দু’টি উপজেলায় সকাল ৯টা থেকে ভোট শুরু হয়েছে। ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ব্যাপক পরিমাণ আইন শৃঙ্খলা সদস্য নিয়োজিত রয়েছে। ভোটার ও নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে বাঘারপাড়ায় উপ-নির্বাচনে ভোট কেটে নেওয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারী।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আছেন দুই জন। মোট ৫ লাখ ৬০ হাজার ৫২৪ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

এছাড়া বাঘারপাড়া উপজেলায় চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটারের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন।
ভোটাররা ও নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, কোন রকম ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top