সকল মেনু

চতুর্থ পরীক্ষায়ও স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেগেটিভ

হটনিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নভেল করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) থেকে দেওয়া করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এটি ছিল তাঁর চতুর্থ করোনা পরীক্ষা।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

এর আগে গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী করোনা পরীক্ষার জন্য আইডিসিআরে নমুনা দেন। পরদিন রোববার এ পরীক্ষার ফল পজিটিভ আসে। পরবর্তী সময়ে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে আবার নমুনা দিলে ফলাফল নেগেটিভ আসে। এরপর ধানমণ্ডির আরেকটি হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য দেন তিনি। এতেও ফলাফল নেগেটিভ আসে।

সর্বশেষ গতকাল মঙ্গলবার আবার আইডিসিআরে নমুনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে ফলাফল নেগেটিভ আসে।

শরীফ মাহমুদ অপু বলেন, ‘মাননীয় মন্ত্রী এখন করোনামুক্ত হয়েছেন। তিনি ভালো আছেন ও সুস্থ আছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top