সকল মেনু

শীর্ষ হ্যাকারকে নিরাপত্তাপ্রধান নিয়োগ দিয়েছে টুইটার

হটনিউজ ডেস্ক:

মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটার তাদের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে শীর্ষ একজন হ্যাকারকে নিয়োগ দিয়েছে। সম্প্রতি নিরাপত্তাপ্রধান হিসেবে পেইতার জাতকোর নাম ঘোষণা করেছে টেক জায়ান্টটি।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, পেইতার জাতকো বর্তমানে ইলেকট্রনিক পেমেন্টগুলোর ইউনিকর্ন স্ট্রিপে সুরক্ষা নিয়ে কাজ করছেন। নব্বই দশক থেকে হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত জাতকো হ্যাকিং-জগতে ‘মাজ’ নামে পরিচিত।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি জানিয়েছেন, পেইতার জাতকো ৪৫ থেকে ৬০ দিন পর্যালোচনার পর টুইটারের নিরাপত্তাপ্রধানের দায়িত্ব নেবেন।

টুইটারে ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৮০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে। ২০০৬ সালের মার্চে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬-এর জুলাইয়ে জ্যাক ডরসি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। টুইটার বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টুইটার বিশ্বের দ্বিতীয় বড় সামাজিক যোগাযোগমাধ্যম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top