সকল মেনু

চাঁদা দাবি: মিরপুর থানার পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

Mamlaআদালত প্রতিবেদক :ত্রিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার পাঁচ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে এ মামলা করেন নুরুল আলম মানিক নামের এক ব্যবসায়ী। বাদীর জবান বন্দি গ্রহন শেষে ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক মামলাটি আমলে নিয়ে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য মিরপুর জোনের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তরা হলেন মিরপুর থানার উপ-পরিদর্শক মো. শফিউল্লাহ, সহকারী উপ-পরিদর্শক মো. জিয়া, কনস্টেবল মো. কামরুল, মো. শাহাদাত হোসেন ও মো. মনির হোসেন। বাদী মামলায় অভিযোগ করেন, উপ-পরিদর্শক শফিউল্লার নেতৃত্বে আসামিরা গত ২৮ জুলাই সাধারণ পোশাকে এসে বাদী মানিকসহ কয়েকজনকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদেরকে মিরপুর থানার দ্বিতীয় তলায় সহকারী কমিশনারের রুমের পাশে আটক রাখে। জমি বিক্রির জন্য মিথ্যা বায়নানামা দলিলে স্বাক্ষর দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় বাদীসহ তার সাথে থাকা লোকজন এতে রাজি না হওয়ায় ত্রিশ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা বাদীকে মারধর করে এবং তার কাছে থাকা ১লাখ চার হাজার টাকা কেড়ে নেয়। পরে বাদীর কাছ থেকে দলিলে স্বাক্ষর নেয় আসামিরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top