সকল মেনু

ভুয়া ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকসহ পাঁচ জন তিন দিনের রিমান্ডে

adalotআদালত প্রতিবেদক:রাজধানীর খিলগাঁও থেকে আটক এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও চার সাংবাদিককে তিন দিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক শেখ গণি মিয়া আসামিদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন ভুয়া ম্যাজিস্টেট ওয়াহিদুজ্জামান, ভুয়া ফটোসাংবাদিক সাইফুল ইসলাম, বুলবুল আহমদ, নজরুল ইসলাম ও মাহমুদুল হাসান। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা নিজেদের ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দিয়ে জনগণের কাছ থেকে টাকা আদায় করে থাকে। এরা সংঘবদ্ধভাবে এ ধরণের কাজ করে থাকে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে আসামিদের রিমান্ডে নেয়া জরুরি। গত শনিবার রাতে খিলগাঁওয়ের সি ব্লকের তুরাগ পানির পাম্পের মালিক মমিনুল হকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের চেষ্টাকালে র‌্যাব তাদের আটক করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top