সকল মেনু

চালু করার সঙ্গে সঙ্গে হঠাৎ আগুনে পুড়ল মাইক্রোবাস

হটনিউজ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হঠাৎ একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিয়াকৈরের মৌচাক রেন্ট-এ কার থেকে মাইক্রোচালক সোহেল ভাড়ায় যাত্রী বহন করে থাকেন। প্রতিদিনের মত শুক্রবার সকালে মৌচাক রেন্ট-এ কারে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ৫১-০৯৫৬) নিয়ে যান চালক।

ভাড়া না হওয়ায় সারাদিনই এটি স্ট্যান্ডে পার্কিং করে রাখা হয়।

রাত ৯টার দিকে মাইক্রোবাসটি বাসায় নিয়ে যাওয়ার জন্য চালক সোহেল ভেতরে উঠে চালু করার সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।

পরে চালক সোহেল কৌশলে সেটি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই সেটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মনিরুজ্জামান বলেন, চালক মাইক্রোটি চালু করার সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চালক মাইক্রোটি চালু করার পরই আগুন ধরে যায় বলে চালক সোহেল আমাদের জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top