সকল মেনু

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন, দগ্ধ ৯

হটনিউজ ডেস্ক:

চট্টগ্রামে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে একই পরিবারের সাতজনসহ ৯ জন দগ্ধ হয়েছে।

গতকাল রবিবার (৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবর শাহ থানাধীন, উত্তর কাট্টলি মরিয়ম ভবনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম (২৫), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৮), পেয়ারা বেগম (৬৫), রিয়াজ (২২), জাহান (২১), সুমাইয়া (১৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চমেক হাসপাতাল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, ৯ জনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। তাদের সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে আগ্রাবাদ ফায়ার স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘গ্যাস সিলিন্ডার নয়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এরকম আলামত পাওয়া গেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top