সকল মেনু

বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪: ফক্স নিউজ

হটনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ২৭০টি ইলেক্টরাল ভোটের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজের খবর অনুযায়ী, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের প্রাপ্ত ইলেক্টরাল ভোট সংখ্যা ২৬৪। তার চেয়ে অনেক পিছিয়ে পড়েছেন বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টরাল ভোট ২১৪।

ফক্স নিউজ আরও জানিয়েছে, নির্বাচনে বাইডেন আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ভোট পেয়েছেন ৭ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫২৯টি (৫০.৪ ভাগ)। ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৬৩টি ভোট (৪৮ ভাগ)।

এদিকে সিএনএনের মতে, বাইডেনের প্রাপ্ত ইলেক্টরাল ভোট সংখ্যা ২৫৩টি এবং ট্রাম্পের ২১৩টি। বিবিসির মতে, বাইডেনের ইলেক্টরাল ভোট সংখ্যা ২৪৩টি এবং ট্রাম্পের ২১৪টি।
তবে সবার প্রতিবেদনেই এগিয়ে আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন। পিছিয়ে পড়েছেন ট্রাম্প।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top