সকল মেনু

সরকারকে তত্বাবধায়ক ব্যবস্থাদিতে বাধ্য করা হবে

sirajganj najrul photoসিরাজগঞ্জ প্রতিনিধি:বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান বলেছেন, কোনদলীয় সরকারের অধিনে বিএন পি নির্বাচনে যাবে না,সমঝোতার জন্য আলোচনা হতে পারে তবে সরকার আলোচনায় আগ্রহী নয়,তাই আন্দোলনের মাধ্যমে সরকারকে তত্বাবধায়ক ব্যবস্থা দিতে বাধ্য করা হবে। সোমবার দুপুরে সিরাজগঞ্জের স্থানীয় ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, শুধু বিএনপি নয় আওয়ামী লীগ ছাড়া দেশের সকল রাজনৈতিক দল এবং সুশিল সমাজ সহ দেশের ৯০ ভাগ মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন আগামী জাতীয় সংসদ নির্বাচন চায়। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে রাষ্টীয় সকল সুযোগ-সুবিধা ভোগ করে নির্বাচন করে আবারো ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে। নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষ যাতে দুর্ভোগে না পড়ে সে জন্য বিএনপি আন্দোলনে থেকেও কঠিন কর্মসূচী না দিয়ে তৃনমুল পর্যায় দলকে সুসংগঠিত করার জন্য আগামী ২ মাসের সাংগঠনিক কর্মসূচী দিয়েছে এবং তত্ত্বাবধায় সরকারে বিষয়ে সরকারের সাথে আলোচনা করতে বিএনপি সব সময় প্রস্তুত রয়েছে। ইতিহাস বলে,জনগণের আন্দোলন কোন দিন ব্যর্থ হয়নি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায় সরকারের দাবীতে জনগণের আন্দোলন সফল হবেই। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদরে সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে জেলা বিএনপির যৌথসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, সরকার যদি এক তরফ নির্বাচন করার চেষ্টা করে তাহলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে এবং ব্যালট বাক্্র কেন্দ্র নিতে দেয়া হবে না। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এড, মোকাদ্দেছ আলীর সঞ্চালনায় যৌথ সভায় জেলা বিএনপির কার্য নির্বাহী কমিটির সকল কর্মকর্তা-সদস্য, উপজেলা ও থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সভাপতি/ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা যোগ নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, কামরুদ্দিন এহিয়া খান মজলিশ,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আমিরুল ইসলাম থান আলীম যৌথ সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top