সকল মেনু

আইসোলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

হটনিউজ ডেস্ক:

করোনার উপসর্গ নেই তবুও কোভিড রোগীর সংস্পর্শে আসার কারণে আইসোলেশনে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, তিনি কোনো একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। তবে তার শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোনো ধরনের উপসর্গ নেই।

টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে এমন একজনের সংস্পর্শে এসেছি আমি। তবে আমি ঠিক আছি, শরীরে কোনো উপসর্গও নেই। কিন্তু সামনের কিছুদিন আইসোলেশনে থাকবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানবো এবং বাড়ি থেকেই কাজ করবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top