সকল মেনু

স্ত্রী ও শিশুকন্যা হত্যায় কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর

হটনিউজ ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর কারাগারে গতকাল রবিবার (১ নভেম্বর) মধ্যরাতে হত্যা মামলার এক কয়েদির ফাঁসি কার্যকর হয়েছে। রাত ১১টা ৫৫ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

আব্দুল গফুর (৪৭) নামের ওই ব্যক্তি লক্ষ্মীপু‌রের রামগ‌তি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশুকন্যাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন তিনি।

ফাঁসি কার্যকরের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ খায়রুজ্জামান উপস্থিত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক কলহের জের ধরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশুকন্যা হত্যার ঘটনায় ২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগতি থানায় মামলা হয়। মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষ্মীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশে গতরাতে রায় কার্যকর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top