সকল মেনু

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

হটনিউজ ডেস্ক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাঁশজানী সীমান্ত থেকে বাংলাদেশি এক মাদক ব্যবসায়ী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রবিবার সকালে পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে এ ঘটনা ঘটে।

পাথরডুবি ইউনিয়নের ইউপি সদস্য এরফান আলী জানান, বাঁশজানী গ্রামের মৃত করিমের ছেলে শিপন মিয়া (২৮) ভারতের দীঘলটারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। এসময় ভারতীয় দীঘলটারী সীমান্তের বিএসএফ ক্যাম্পে টহলরত সদস্যরা শিপনের চলাফেরা সন্দেহজনক হওয়ায় ধরে নিয়ে যায়।
আটককৃত শিপন পেশায় একজন অটোরিকশা চালক। এর পাশাপাশি শিপন মাদক ব্যবসার সাথেও জড়িত বলে স্থানীয়রা জানায়।

এ ব্যাপারে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে মদ, গাঁজা এবং মাদকদ্রব্যসহ বিএসএফ ভারতের অভ্যন্তরে আটক করেছে। তবে এ ব্যাপারে বিএসএফ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করেছে বলে জেনেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top