সকল মেনু

বিএসএফ এর ‘নির্যাতনে’ ব্যবসায়ীর মৃত্যু

BSF-220130826053045হটনিউজ২৪বিডি.কম,জেলা সংবাদদাতানওগাঁ, ২৬ আগস্ট: নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক আটক দু বাংলাদেশির মধ্যে ফারুক হোসেন ভারতের হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
বিএসএফ এর হাতে এরা শনিবার আটক হয়েছিলেন। আটককৃতরা হলেন, বেলডাঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে ফারুক হোসেন। অপরজন হলেন কৃষ্ণসদা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জিয়াউর রহমান।
জানা গেছে, এরা ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্প এলাকার ২৩৫/২৩৬ পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে গরু নিয়ে আসছিল। এ সময় ওই ক্যাম্পের টহলরত জোওয়ানরা তাদের আটক করে। পতাকা বৈঠকে বিএসএফ জানায় আটক দু বাংলাদেশীকে তারা ভারতের হবিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আটক ফারুক অসুস্থ্ হয়ে পড়লে পুলিশ তাকে মালদাহ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীনাবস্থায় শনিবার বিকেলেই তার মৃত্যু হয়।
ফারুকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আটকের পর বিএসএফ তার ওপর নির্যাতন চালায়। এ কারণে ফারুকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে লাশ ফেরত চেয়ে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক হলে বিএসএফ তার লাশ ফেরত দিতে পারেনি। সোমবার সকালে আবার পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top