সকল মেনু

আবারো নির্বাচনের ফল নিয়ে শঙ্কা প্রকাশ ট্রাম্পের

হটনিউজ ডেস্ক:

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে আবারও শংকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেইল ইন ব্যালটে লাখো ভোট গণনার জন্য অতিরিক্তি সময় বেআইনি বলে মন্তব্য করে ৩ নভেম্বরেই বিজয়ীর নাম ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ কোটি ৬০ লাখের বেশি মেইল ইন ভোট গণনা হয়েছে। সবগুলো ভোট গণনার জন্য আরও কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর তার ফলে ৩ নভেম্বর ভোটগ্রহণ শেষ হবার দিনেই বিজয়ীর নাম ঘোষণা নাও হতে পারে বলে চিন্তিত ট্রাম্প।

আরও পড়ুন: ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো ৫ শতাধিক ট্যাঙ্কবাহী গাড়ি

এমন বিলম্ব আইনসম্মত নয় বলেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মেইল ইন ভোটের মাধ্যমে নির্বাচনে জালিয়াতি বেশি হয় বলে শুরু থেকেই দাবি করে আসছেন তিনি। ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেননা বলেই আশংকা করছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন সহ অন্য ডেমোক্রেট নেতারা। বুধবার উইলমিংটনে নিজেদের ভোট প্রদান করেছেন বাইডেন দম্পত্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top