সকল মেনু

‘সম্প্রচার আইন চূড়ান্তের পর টেলিভিশনের বেতন কাঠামো নির্ধারণ’

হটনিউজ ডেস্ক:

সম্প্রচার আইন চূড়ান্ত হবার পর টেলিভিশনের বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-‘বিএসআরএফ’ এর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে কয়েক হাজার অনলাইন পোর্টাল আছে, চলতি বছরের মধ্যেই এগুলো নিবন্ধনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আইপি টিভি’র ক্ষেত্রে শুধু বিনোদন কনটেন্ট প্রচারের অনুমতি দেওয়া হবে, সংবাদ নয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top