সকল মেনু

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে ৭ দফা নির্দশনা দিয়েছেন হাইকোর্ট

হটনিউজ ডেস্ক:

ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা বন্ধে ৭ দফা নির্দশনা দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) সকালে হাইকোর্টের বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন।

এতে কোন আদালত পরোয়ানা দিলে তা কার্যকরের আগে সংশ্লিট আদালত থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে নিশ্চিত হতে বলা হয়েছে আদেশে। যার বিরুদ্ধে পরোয়ানা কার্যকর করা হবে, তার আগে মামলা নম্বর, বিচারকে সাক্ষর, সীল মোহর সঠিক কিনা তা যাচাই করতেও আদেশ দিয়েছেন হাইকোর্ট।

কোন ধরনের সন্দেহের উদ্রেক হলে, প্রাথমিক ভাবে পরোয়ানায় উল্লেখিত পরোয়ানা প্রস্তুকারির মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে বলেও হাইকোর্টের আদেশে বলা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top