সকল মেনু

সীমান্তে বাংলাদেশির ঝুলন্ত লাশ

Boder20130825080255হটনিউজ২৪বিডি.কম,জেলা সংবাদদাতা,সাতক্ষীরা, ২৫ আগস্ট : সাতক্ষীরা জেলার বৈকারী সীমান্তে বিদ্যুতের তারে এবার এক বাংলাদেশির ঝুলন্ত লাশ মিলেছে।

জানা যায়, ঝুলন্ত লাশটি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আ. মুজিদ সরদারের ছেলে বাবু মিয়ার (৩৫) ।

বিএএসএফের দাবি, অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ভারতীয় ভূখণ্ডে তিনি ‘`বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে নিহত হয়েছেন। নিহত বাবু মিয়ার পরিবারের অভিযোগ, ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে ব্যাপক মারপিট করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে। পরে বিদ্যুৎস্পৃষ্ট করে তাকে হত্যা করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মাযহার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বাবু ‘বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে বিএসএফ। রোববার সকাল ৮টার দিকে কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা `বিদ্যুতের তারে` ঝুলন্ত ওই বাংলাদেশির লাশ উদ্ধার করে।

দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ বাংলাদেশে ফেরত আনা হবে বলেও ওই বিজিবি কর্মকর্তা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top