সকল মেনু

ট্রাম্পের করোনা নেগেটিভ: চিকিৎসক

হটনিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনার নমুনা পরীক্ষায় ‘নেগেটিভ’ এসেছে। হোয়াইট হাউসের চিকিৎসক এ কথা জানিয়েছেন। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের চিকিৎসক সেইন কনলি এক স্মারকে (মেমো) ট্রাম্পের করোনা নেগেটিভ আসার বিষয়টি জানিয়েছেন।

কনলির কাছ থেকে এই ঘোষণা এমন সময় এল, যখন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী সমাবেশে অংশ নিতে ফ্লোরিডার উদ্দেশে রওনা দিয়েছেন। করোনায় সংক্রমিত হওয়ার পর এই প্রথম কোনো জনাকীর্ণ নির্বাচনী সমাবেশে অংশ নিচ্ছেন তিনি।

সেইন কনলির লেখা হোয়াইট হাউসের স্মারকটি সোমবার প্রকাশিত হয়। স্মারকে বলা হয়, পরপর কয়েক দিনের পরীক্ষায় ট্রাম্পের করোনা নেগেটিভ এসেছে।

সেইন কনলি জানান, ট্রাম্পের সবশেষ করোনা পরীক্ষায় অ্যাবটের বিনাক্সনাও অ্যান্টিজেন কার্ড ব্যবহার করা হয়েছে।

ট্রাম্পের সবশেষ করোনা পরীক্ষা কবে হয়েছে, তা উল্লেখ করেননি সেইন কনলি। তবে তিনি বলেছেন, ট্রাম্পের মাধ্যমে অন্যের আর করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।

গত ১ অক্টোবর ট্রাম্প নিজেই ঘোষণা দেন, তিনি করোনায় সংক্রমিত হয়েছেন। করোনা পরীক্ষায় তাঁর পজেটিভ এসেছে।

২ অক্টোবর রাতে ট্রাম্প একটি সামরিক হাসপাতালে ভর্তি হন। ৫ অক্টোবর হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top