সকল মেনু

জামায়াত-শিবির একটি যুদ্ধাপরাধি

জামায়াত-শিবির_0সিরাজগঞ্জ প্রতিনিধি:জামায়াত-শিবির একটি যুদ্ধাপরাধি, মৌলবাদি এবং মানুষের জীবন হরনকারি দল, এরা বিশ্ববিদ্যালয় ছাত্রদের হাত-পায়ের রগ কেটে দিচ্ছে, বাসে মানুষ হত্যা করছে। এদের বিচার হওয়া উচিত একই সাথে এদের কায্যক্রম নিষিদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গনজাগরন সৃষ্টি করা প্রয়োজন বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার ও এলজিআরডি প্রতিমন্ত্রী এ্যাড. জাহাঙ্গির কবীর নানক এমপি। এসময় তিনি আরো বলেন, ৭১ এ মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের ছেলেদের হাত-পায়ের রগ কেটে দেয়ার জন্য নয়। বিএনপির নূনতম দেশপ্রেম থাকলে এদের পৃষ্ঠপোষকতা করা ছেড়ে গনতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসা উচিত। শবিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাওতারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশুদের পুষ্টির অভাব পূরণের লক্ষ্যে মিল্ক ভিটা ও জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফ এ ও)’র কারিগরি সহযোগীতায় খরহশরহম ঝপযড়ড়ষ গরষশ ঋববফরহম চৎড়মৎধসসব এর আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাস্তরিত দুধ বিতরণ পাইলট কর্মসূচীর উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। মিল্কভিটার চেয়ারম্যান হাসিব খান তরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, এফএওর বাংলাদেশের আবাসিক প্রতিনিধি মিস রশনী মার্সেস, থাইল্যান্ডের ফাও ও র‌্যাপের লাইফষ্টক পলিসি অফিসার বিনোথ আওজা, সমবায় অধিদপ্তরের নিবন্ধক হুমায়ন খালিদ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, মিল্কভিটার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম ও মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এর আগে প্রতিমন্ত্রী রুরাল ডেভলপমেন্ট এগাডেমি (আরডিএর) কারিগরি সহযোগিতা ও বেসরকারী উদ্যোগে উৎপাদিত একটি বায়োগ্যাস প্লাল্ট এবং কোটি টাকা ব্যায়ে এলজিইডির বাস্তবায়নে পোতাজিয়া বাজার থেকে ধলাই নদী পর্যন্ত সাড়ে পাচ কিঃমিঃ দির্ঘ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের নামে একটি সড়কের উদ্বোধন করেন। বিকেলে শাহজাদপুর রবীন্দ্র কাচারীবাড়ি মিলনায়তনে প্রতিমন্ত্রী স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত কর্মীসভায় যোগদেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top