সকল মেনু

কুড়িগ্রামে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন অনুষ্ঠিত

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃযা কিছু মলিন, যা কিছু কালো, যা কিছু বিরুপ হোক তা ভাল, ঘুচাও ঘুচাও সব আবরণ এ শ্লোগান কে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পৌরসভা মিলনায়তনে সকালে এ সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জাফর আলী। এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি আমিনুল হক বাবু, মিলন ভট্রাচার্য, জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রতা রায়, প্রবিণ আইনজীবি এ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, প্রবিণ সংগীত শিল্পী সুব্রত ভট্রাচার্য, বাদল আহমেদ, মাহবুবুর রহমনা মমিন, উদীচীর সভাপতি মানিক চৌধুরী প্রমূখ।

সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে পূনরায় বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিজানুর রহমান মিজান কে সভাপতি ও সুব্রতা রায়কে সাধারণ সম্পাদক নির্বাচীত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top