সকল মেনু

সৌদিগামী বাণিজ্যিক ফ্লাইট বাতিল

হটনিউজ ডেস্ক:

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদিগামী বাণিজ্যিক ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ রোববার বেবিচক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

করোনায় ছয় মাস ফ্লাইট বন্ধ থাকার পর গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল আগামী ১ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনার কথা।

বেবিচক সৌদি এয়ারলাইন্সকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতিও দিয়েছিল।

এর একদিন পরই বেবিচক সৌদি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত বাতিল করল।

বাংলাদেশ বিমানকে নিয়মিত ফ্লাইট পরিচালনার অনুমতি না দেওয়ায় ঢাকা-সৌদি আরবের সমস্ত বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি না দেওয়ায়, ঢাকা থেকে সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যমে সৌদি সরকারকে জানানো হবে। তবে, চালু থাকবে ঢাকা-সৌদি চার্টার্ড ফ্লাইট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top