সকল মেনু

নির্ধারিত মাপে সাইনবোর্ড স্থাপন করায় মিষ্টি খাওয়ালেন মেয়র

হটনিউজ ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যাঁরা ট্যাক্স দেবেন তাঁরা মিষ্টি খাবেন, আর যাঁরা ট্যাক্স দেবেন না, তাঁরা জরিমানা খাবেন।

গতকাল মঙ্গলবার গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদের সময় এ কথা বলেন তিনি।

এক ব্যবসায়ী ডিএনসিসি থেকে আগেই অনুমোদন নিয়ে নির্ধারিত মাপে সাইনবোর্ড স্থাপন করায় মেয়র তাঁকে মিষ্টি খাওয়ান।

জনতা ব্যাংকের গুলশান শাখা তাদের সাইনবোর্ডের জন্য নির্ধারিত ফি জমা দেওয়ায় ব্যাংকের এক কর্মকর্তাকেও ধন্যবাদ জানিয়ে মিষ্টি খাওয়ান তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি সবাইকে বলব, এই শহরটা কিন্তু আমাদের, এই শহরে আমরা উপার্জন করি। আমাদের বাচ্চারা পড়াশোনা করে, এই শহরে আমরা বড় হয়েছি। এ শহরকে ভালোবাসতে হবে।’ মেয়র বলেন, ‘বিদেশে তো আপনারা এ রকম করতে পারবেন না। এ দেশে কেন করবেন? এই দেশেরও গার্জিয়ান আছে। জনগণ চায় শহর পরিষ্কার থাকুক। জনগণ চায় তারা ফুটপাত দিয়ে যেন নির্বিঘ্নে হাঁটতে পারে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top