সকল মেনু

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের মহারাষ্ট্র

হটনিউজ ডেস্ক:


ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের মহারাষ্ট্র রাজ্য। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে এই কম্পন অনুভূত হয় রাজ্যের নাসিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.২।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মহারাষ্ট্রের নাসিক থেকে ৯৩ কি.মি পশ্চিমে কম্পন অনুভূত হয়। তবে মৃদুকম্পনের ফলে সেভাবে কেউ টের পাননি।

ভূমিকম্পের সময় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে ছিলেন, ফলে অনেকেই কম্পন টের পাননি। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে সোমবারই ভূমিকম্পে কেঁপে উঠেছিল মুম্বাই। ওই দিন সকাল ৮ টা ৭ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৫।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top