সকল মেনু

হামলার দায় স্বীকার করেছে আটক আসাদুল: র‌্যাব

হটনিউজ ডেস্ক:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার দায় স্বীকার করেছে আটক আসাদুল ইসলাম।

আজ বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে জিজ্ঞাসাবাদে আসাদুল আর কী কী তথ্য দিয়েছেন মামলার তদন্তের স্বার্থে এখনেই কিছু বলতে চাননি র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনার গভীরে যেতে চায় র‌্যাব। আটক দুজনের মধ্যে দায় স্বীকার করা আসাদুলের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে। খুব শিগগিরিই ঘটনার মূল কারণ চিহ্নিত করে দায়ীদের গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে।

আজ শুক্রবার ভোর ৫টায় দিনাজপুর জেলার সীমান্তবর্তী হাকিমপুর (হিলি) উপজেলার কালীগঞ্জ থেকে আসাদুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল ইসলাম। তার বয়স ৩৫ বছর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top