সকল মেনু

নেপালকে ৫০ হাজার টন সার দেবে বাংলাদেশ

হটনিউজ ডেস্ক:

বাংলাদেশ নেপালকে ৫০ হাজার টন সার দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশ থেকে ৫০ হাজার টন সার চেয়েছেন।’ জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নেপালকে সার দিতে রাজি হয়েছেন।

২০ মিনিটের টেলিফোন আলাপের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে রেল যোগাযোগের ব্যবস্থা করার আশ্বাসও দেন।

এ সময় নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইহসানুল করিম বলেন, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দিয়েছেন। তাঁরা শিগগিরই দুই দেশের অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) সই করার বিষয়ে আশা প্রকাশ করেন।

প্রেস সচিব আরো জানান, নেপালে করোনাভাইরাস সফলভাবে মোকাবিলার জন্য শেখ হাসিনা শর্মা ওলিকে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top