সকল মেনু

দর্শক এবার খেলা দেখবে টিভিতে :সৌরভ গাঙ্গুলী

হটনিউজ ডেস্ক:

ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তাই সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আইপিএলের ১৩তম আসর। দেশের এমন অবস্থায় আইপিএল আয়োজন নিয়ে বেশ আলোচনা চলছে। তবে কোনো আলোচনা আমলে নিচ্ছেন না বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। মাঠে গিয়ে খেলা দখতে না পারলেও টিভিতে দর্শকরা আইপিএল ভালোভাবেই উপভোগ করবেন বলে মনে করেন সাবেক এই তারকা ক্রিকেটার।

আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএলের এবারের আসর। এরই মধ্যে মরুর দেশে পৌঁছে গেছে দলগুলো, শুরু হয়েছে অনুশীলন। তবে চেন্নাই শিবিরে ১৩ সদস্য কোভিড-১৯ পজিটিভ। সব মিলিয়ে এমন পরিস্থিতিতে এত বড় টুর্নামেন্ট আয়োজন নিয়ে বেশ আলোচনা চলছে।

তবে এসব কানে নিচ্ছেন বিসিসিআই সভাপতি। ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনলাইন বক্তৃতায় সৌরভ বলেন, ‘এটি স্রেফ একটি ভাইরাস, যা এর মধ্যেই দুর্বল হতে শুরু করেছে এবং এটি আমরা কাটিয়ে উঠব আশা করছি। আমাদের জীবনে এ রকম ছোটখাটো ধাক্কা আসবেই। এসব ধাক্কা কাটিয়ে যেতে হবে। খুব সহজেই আমরা এবারের আইপিএল এড়িয়ে যেতে পারতাম। কিন্তু আমরা মানবশক্তি এবং এ কারণেই সব কঠিন সময় আমরা পেরোতে পেরেছি। আপনি-আমি, আমরা সবাই মানব প্রজাতি এবং আমাদের এটুকু বলার মানসিকতা থাকতে হবে যে। জেনে রেখ, মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হলে তারা ঠিকই স্বাভাবিক জীবনে ফেরার পথ খুঁজে নেবে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আইপিএল আয়োজনের মধ্যে দিয়ে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার বার্তা দিতে চান সৌরভ, ‘এটি আসলে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার একটি চেষ্টা। ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আরো অন্তত পাঁচ-ছয় মাস এই অবস্থা চলবে এবং আমি নিশ্চিত, এরপর সবকিছু এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে।’

এরপর টিভি দর্শকদের নিয়ে আশার কথা শুনিয়ে সৌরভ বলেন, ‘দর্শক এবার খেলা দেখবে টিভিতে। সত্যি বলতে কি, তারা (ব্রডকাস্টাররা) এবার সর্বোচ্চ টিভি রেটিংয়ের আশা করছে। তাদের বিশ্বাস, দর্শক যখন মাঠে যেতে পারছে না, তখন টিভিতে আরো বেশি করে চোখ রাখবে। সবকিছুরই তাই ইতিবাচক দিক আছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top