সকল মেনু

২৪ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায়

tk-bg20130823051528স্টাফ করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,সিলেট: নিরাপদ সড়কের দাবিতে ২৪ ঘণ্টায় মোটরসাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ ও ক্যাম্পেইন করবেন তিনজন বাইকার। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় মোটরবাইকে এটাই প্রথম কোনো অভিযাত্রা।বাইকারদের মধ্যে রয়েছেন- শুভ্র সেন, রাদবি রেজা, জুন সাদিকুল্লাহ।আগামী ৩০ আগস্ট ভোর রাতে তারা টেকনাফ থেকে যাত্রা শুরু করে ২৪ ঘণ্টায় তেঁতুলিয়া গিয়ে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেছেন।হটনিউজকে তারা জানান, ইতিহাসের একটা অংশ হতে আমাদের এই দুঃসাহসিক প্রয়াস। টেকনাফ থেকে যাত্রা শুরু হবে এবং শেষ হবে তেঁতুলিয়াতে। এই যাত্রায় আমরা প্রায় ১০০০ কিলোমিটার পথ পাড়ি দেবো।শুভ্র সেন, রাদবি রেজা, জুন সাদিকুল্লাহ বলেন, আমাদের চেষ্টা থাকবে কোনো দুর্ঘটনা ছাড়াই এ ১০০০ কিলোমিটার পাড়ি দেওয়া। আর আমরা যদি ১০০০ কিলোমিটার রাস্তা কোনো দুর্ঘটনা ছাড়া পাড়ি দিতে পারি, তাহলে অন্যরা কেনো অল্প পথ পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হবেন?টেকনাফ থেকে তেঁতুলিয়া যাবার আগে তাদের প্রস্তুতি হিসেবে বাইকার দলের শুভ্র বলেন, গত ৯ জুন আমাদের সক্ষমতা যাচাই করতে আমি (শুভ্র সেন) এবং জুন সাদিকুল্লাহ ভোর ৫টায় ঢাকা থেকে রওনা হয়ে ৯৬৭ কিমি পথ পাড়ি দিয়ে বাংলাবান্ধা (তেঁতুলিয়া) পৌঁছাই। এতে ২২ ঘণ্টা সময় লেগেছিলো। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা ২৪ ঘণ্টায় যেতে পারবো বলে আশা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top