সকল মেনু

আড়াই কোটি মানুষকে ইংরেজি শেখাবে বিবিসি

BBC-2320130823002128হটনিউজ২৪বিডি.কম,ডেস্ক রিপোর্ট,ঢাকা, ২৩ আগস্ট: যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের আওতায় দেশের আড়াই কোটি মানুষকে ইংরেজি শেখাবে বিবিসি।
বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামীকাল শনিবার রাত ৭টা ২০ মিনিটে অনুষ্ঠানটি বাংলাদেশসহ বিবিসির প্রচলিত সব ফ্রিকোয়েন্সিতে প্রথম সম্প্রচারিত হবে।
এভাবে ২০১৭ সাল পর্যন্ত অনুষ্ঠানটি চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সম্মেলনে বক্তব্য দেন ফাহমিদা শবনম, শার্লট ইমবার্ট, ম. হামিদ ও গোলাম শফিউদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top