সকল মেনু

ক্ষমতা চিরস্থায়ী করতে চায় আওয়ামী লীগ: মঈন খান

Moin-Khan20130823091242হটনিউজ২৪বিডি.কম,নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ২৩ আগস্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ আদালতের দোহাই দিয়ে থাকে। তারা আদালতকে ব্যবহার করে ক্ষমতা চিরস্থায়ী করার কৌশল করেছে।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত ‘বর্তমান সংশোধিত সংবিধান গণতন্ত্র বিরোধী: ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্রমূলক সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচন জরুরী’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি।
মঈন খান বলেন, ‘রাজনীতিতে তারাই (আওয়ামী লীগ) সংকট সৃষ্টি করেছে, আর এ সংকট তাদেরকেই সমাধান করতে হবে। তা না হলে এ দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। এ দেশে কোনো সময়ই স্বৈরাচারী ও অত্যাচারী সরকার ঠিকে থাকতে পারেনি। বর্তমান সরকারও ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না।’
তিনি বলেন, ‘দেশের মানুষ আগামীতে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সাধারণ মানুষ যোগ্য, সৎ ও মেধাবী প্রার্থীকে ভোট দিতে চায়। এজন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার। কিন্তু, বর্তমান সরকার সেই অবস্থাকে ক্ষতিগ্রস্থ করেছে।’
অবিলম্বে জনগনের বিষয়টি মাথায় নিয়ে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
জাতীয়তাবাদী সমবায় দলের আহ্বায়ক ও সাবেক সাংসদ নূর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ড. এম শাহ আলম, অ্যাডভোকেট এ কে নেসার উদ্দিন, জিয়া সেনার সাধারণ সম্পাদক মনজুর হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top