সকল মেনু

দ্বিতীয় দফায় জেলেদের জন্য ১১ হাজার টন চাল বরাদ্দ

হটনিউজ ডেস্ক:

দেশের মৎস্য সম্পদ বাড়াতে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের দ্বিতীয় দফায় বিতরণের জন্য আরও ১১ হাজার ৯০৩ দশমিক ৫৮ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

উপকূলীয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা জেলায় এ চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা গেছে।

১২টি জেলায় প্রতি জেলে পরিবারকে ৩০ কেজি করে বিতরণের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে এই চাল বরাদ্দ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই) মৎস্য আহরণ নিষিদ্ধকালীন উপকূলীয় ১২টি জেলার ৫১টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীসহ সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা ৩ লাখ ৯৬ হাজার ৭৮৬টি জেলে পরিবারকে বিতরণের জন্য দ্বিতীয় কিস্তিতে পরিবার প্রতি ৩০ কেজি হারে মোট ১১ হাজার ৯০৩ দশমিক ৫৮ টন ভিজিএফ চাল বরাদ্দ দেয়া হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top