সকল মেনু

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম , বাঁচলো না কেউ

হটনিউজ ডেস্ক:

চাঁদপুরের কচুয়া উপজেলায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছিলেন মারুফা বেগম (২৫)। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে কচুয়া টাওয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে স্বাভাবিকভাবেই সন্তানদের জন্ম দেন তিনি। তবে প্রসবের পরপরই হাসপাতালেই মারা যায় তিন শিশু আর পরে বাসায় নিয়ে যাওয়ার পর বাকি দুই শিশুরও মৃত্যু হয়।

কচুয়া টাওয়ার হাসপাতালের চিকিৎসক সিনথিয়া সাহা জানান, মূলত অপরিণত বয়সে জন্ম হওয়ায় শিশুদের তিনটি হাসপাতালে মারা যায়। স্বাভাবিক প্রসব হলেও জীবিত অন্য দুই শিশু বেঁচে থাকার নিশ্চয়তা নেই বলেও তখন মন্তব্য করেছিলেন এই চিকিৎসক। ৫ সন্তানের মধ্যে ৪ ছেলে ও ১ কন্যা সন্তান ছিল।

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মো. ইউনুসের স্ত্রী মারুফা বেগম। বাবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড় এলাকায়। প্রসবের পূর্বে মারুফা কচুয়া তার বাবার বাড়ি আসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top