সকল মেনু

চট্টগ্রামে করোনার নিম্নগতি

হটনিউজ ডেস্ক:

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪ জন। এছাড়া ৪৬ জন সুস্থ হলেও মৃত্যু হয়নি কারো। এর আগের দিনও চট্টগ্রামে ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ফলে নতুন সংক্রমণের হিসাবে চট্টগ্রামে করোনার নিম্নগতি দেখা যাচ্ছে।

গতকাল শনিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৪টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৪৩১টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল মিলেছে। এর আগে শুক্রবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে ১০০ জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৮০৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৯ জন এবং উপজেলায় ৫ জন বলে জানান তিনি।

গত দিন বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top