ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: উপজেলার ঘারুয়া বাজার হতে বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৫০ গ্রাম গাজা সহ এক হুজুর মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের আজাহার মোড়লের পুত্র সিরাজ মোড়ল। থানার উপ-পরিদর্শক নাজমুল হুসাইন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমি তার গতিবিধি লক্ষ্য করে বিকাল হতেই পিছু লাগি। সন্ধ্যায়স ঘারুয়া বাজারে তাকে আমি আটক করি এবং তার শরীরের পেটের অংশে জড়িয়ে থাকা ৭৫০ গ্রাম গাজা উদ্ধার করি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে। আটককৃত মাদক ব্যবসায়ী হুজুরের বেশ ধারন করে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা করে আসছে বলে জানা গেছে। তাকে সবাই হুজুর মাদক ব্যবসায়ী হিসেবেই চেনে। আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজ মোড়ল বলে, সে অনেক দিন ধরে হুজুরের ছদ্মবেশে কুষ্টিয়া থেকে গাজা কিনে এনে ভাঙ্গার খুচরা ব্যবসায়ীদের কাছে চরা দামে বিক্রি করে।
