সকল মেনু

১৬ আগস্ট থেকে চলবে ১৩ আন্তঃনগর ট্রেন

হটনিউজ ডেস্ক:

আগামী ১৬ আগস্ট থেকে বিভিন্ন রুটে ১৩টি আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (৯ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ আগস্ট থেকে একতা, সুন্দরবন, পদ্মা, পারাবত, হাওর, অগ্নিবীণা, তিতুমীর, মহানগর, বিজয়, উপকূল, সীমান্ত, টুঙ্গিপাড়া ও জামালপুর কমিউটার ট্রেন যথারীতি সংশ্লিষ্ট রুটে চলবে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে গত ২৪ মার্চ সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। দুই মাসের কিছুটা বেশি সময় পর সীমিত পরিসরে ১ জুন থেকে আন্তঃনগর ট্রেন ফের চালু করা হয়। সেই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে ট্রেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top