সকল মেনু

পাবনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

imagesখাইরুল ইসলাম বাসিদ, পাবনা:বৃহস্পতিবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কৃষক ইব্রাহিম হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

ঘটনার দীর্ঘ ১০ বছর পর পাবনার বিশেষ জজ (দায়রা জজ) অমূল্য কুমার সরকার এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, সাঁথিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মোজাম প্রামানিক (৫০), মাহাতাব উদ্দিন (৪৫), আফতাব উদ্দিন (৫৫), আলতাব ওরফে কালু (৬০) ও আশরাফ আলী (৫৭)।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিউললা ।
মামলা সুত্রে জানাগেছে, ২০০৩ সালের ১৩ এপ্রিল জেলার সাঁথিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষক ইব্রাহিম হোসেনকে দন্ডপ্রাপ্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই ময়নাল হোসেন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৯ সালে ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেওয়া হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top