সকল মেনু

কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের

হটনিউজ ডেস্ক:

কয়েক বছর ধরে দেশে কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে একটি বড় জালিয়াতচক্র গড়ে উঠেছে। ফলে চামড়ার ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছিল চামড়া বিক্রির অংশীদার মসজিদ, মাদরাসা, এতিমখানা ও দরিদ্র মানুষ। এবার গরিবের হক রক্ষায় কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে কেস-টু-কেস ভিত্তিতে এ রপ্তানির অনুমতি দেওয়া হবে। এ ছাড়া গতকাল আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তরও এসংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত কমিটির সুপারিশে প্রয়োজনে কেস-টু-কেস ভিত্তিতে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এদিকে গত রবিবার বাণিজ্য মন্ত্রণালয় আসন্ন কোরবানির ঈদে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে ৩৫ থেকে ৪০ টাকা। ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা। গত বছর ছিল ৪৫ থেকে ৫০ টাকা। গত বছরের তুলনায় এ বছর প্রতি বর্গফুট চামড়ার দাম কমেছে ১০ টাকা। গত ঈদে চামড়া নিয়ে ন্যক্কারজনক ঘটনার পর এবার সতর্ক পদক্ষেপ নিল বাণিজ্য মন্ত্রণালয়।

দেশে কোরবানির সময় এক কোটি ১০ লাখ থেকে সোয়া কোটি চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৪৫-৫০ লাখ গরুর চামড়া। বাকি ৭৫ থেকে ৮০ লাখ ছাগল, ভেড়া, খাসি ও অন্যান্য পশুর চামড়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top