সকল মেনু

সাদা সোনা আবিষ্কার জার্মানিতে

হটনিউজ ডেস্ক:


লিথিয়াম খনিজকে ‘সাদা সোনা’ নামে ডাকা হয়।

মোবাইল ফোন, ট্যাব, ঘড়িসহ প্রায় সব বৈদ্যুতিক যন্ত্রের প্রাণভোমরা যে ব্যাটারি, তার প্রধান রসদ এই লিথিয়াম। বিশ্বের প্রায় ৮০ ভাগ লিথিয়াম হয় চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া ও অস্ট্রেলিয়ায়।

এতদিন তা আমদানি করে নিজের চাহিদা মেটাত জার্মানি। তবে এবার লিথিয়াম রফতানির স্বপ্নও দেখছে দেশটি।

সম্প্রতি থার্মাল ওয়াটার থেকে লিথিয়াম আহরণের উপায় উদ্ভাবন করেছেন জার্মানির বিজ্ঞানীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top