সকল মেনু

যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

হটনিউজ ডেস্ক:

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এক পূর্বাভাসে বলেছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর মাঝারি থেকে দুর্বলভাবে বিরাজ করছে। সারাদেশে বৃষ্টি অথবা বজ্রপাত আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, ‘রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, অস্থায়ী দমকা বাতাসের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে তাপমাত্রা দিন ও রাতে অপরিবর্তিত থাকতে পারে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top