সকল মেনু

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

হটনিউজ ডেস্ক:

দেশে হঠাৎ করেই বেড়েছে কাচা মরিচের দাম। রাজধানীতে এই অবস্থা আরও করুন। দেশি কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। আমদানিকৃত ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, বন্যায় মরিচ খেত ডুবে গেছে। গাছ পচে যাওয়ায় এখন মরিচের সাপ্লাই কম। এ কারণে মরিচের বাড়তি দাম। আজ ২৫ জুলাই সকালে দেখা যায় রাজধানীর বিভিন্ন বাজারে করুন চিত্র।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুর, টাউনহল, রামপুরা, রায়ের বাজার, মালিবাগ, শ্যামলী, শান্তিনগর, বনশ্রী, খিলগাঁও বাজারে প্রতিকেজি কাঁচা মরিচের দাম ২০০ টাকা। আর ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top