এসএস মিঠু ,জয়পুরহাট থেকে : ‘হেফাজতে ইসলামী’ নিষিদ্ধের দাবি সহ নারীর প্রতি সকল প্রকারের সহিংসতা প্রতিরোধে বৃহস্পতিবার সকাল ১১টায় জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের নিয়ন্ত্রনাধীন বিভিন্ন মহিলা সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনের ব্যস্ততম জিরো পয়েন্টে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে নিকটবর্তীÑ শহীদ ডা.আবুল কাশেম ময়দানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানা, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা ,জেলা শিশু একাডেমীর সংগঠক ঊমা রানী দাস, নারী নেত্রী মাহবুবা বেগম, রমা রানী মন্ডল, অধ্যাপিকা মাহফুজা বেগম, সুফিয়া হক, সাজেদা শরীফ,সুজন কুমার মন্ডল প্রমুখ।