সকল মেনু

চীনা ভ্যাকসিনের ট্রায়ালে বাংলাদেশে প্রথম ভলান্টিয়ার কে?

হটনিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। ট্রায়ালের এই পর্বে প্রথম ভলান্টিয়ার হচ্ছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।
ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে জানান, করোনাভাইরাস প্রতিরোধে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের বাংলাদেশ পর্বে প্রথম ভলান্টিয়ার হচ্ছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

হুয়ালং ইয়ান আরও জানান, তাকে সুযোগ দিলে তিনি দ্বিতীয় ভলান্টিয়ার হতে আগ্রহী।

উল্লেখ্য, বাংলাদেশে চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল আগামী তিন সপ্তাহের মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে। দেশের সাতটি হাসপাতালের ২ হাজার ১০০ স্বাস্থ্যকর্মীর ওপর এই ট্রায়াল হবে। এটা শেষ হতে প্রায় ১৮ মাস সময় লাগবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top