সকল মেনু

করোনার ভুয়া রিপোর্ট দেয়ায় পাবনায় ক্লিনিক বন্ধ

হটনিউজ ডেস্ক:

পাবনায় অনুমোদন ছাড়াই করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে পাবনার ঈশ্বরদীর রূপপুর মেডিকেয়ার ক্লিনিক বন্ধ করে দিয়েছে পাবনা জেলা স্বাস্থ্য বিভাগ।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসমা খান।

হাসপাতাল বন্ধের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসমা খান জানান, গেল কয়েক দিন ধরে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করছিলো রূপপুর মেডিকেয়ার ক্লিনিক। করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহের অনুমোদন না থাকায় সিভিল সার্জনের নির্দেশে বৃহস্পতিবার ক্লিনিকটি সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল সাংবাদিকদের বলেন, করোনার নমুনা সংগ্রহের অনুমোদন না থাকলেও পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন রুপপুর মেডিকেয়ার নামক একটি ক্লিনিক বেশ কিছুদিন ধরে করোনার নমুনা সংগ্রহ করে আসছিল।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ক্লিনিক কর্তৃপক্ষকে কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়। তারপরেও ক্লিনিকের কার্যক্রম চালু রাখায় স্থানীয় স্বাস্থ্য বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলে বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসমা খানের নেতৃত্বে ক্লিনিকটি সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, নিয়মনীতির তোয়াক্কা না করে পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন রূপপুর মেডিকেয়ার ক্লিনিকের মালিক আব্দুল ওহাব রানা এবং নাটোরের বড়াইগ্রামের সুজন আহমেদের যোগসাজশে গত কয়েক দিন যাবত করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এজন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত ইটভাটার মাঠে তাবু বসায় ক্লিনিক কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top