সকল মেনু

ক্ষতিগ্রস্তদের সহায়তা তহবিলের খসড়া চূড়ান্ত

dsc0120130821060619সিনিয়র করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আর্থিক সহায়তার নয়শ’ কোটি টাকার বিশেষ তহবিলের খসড়া চূড়ান্ত করেছে সরকার।

শিগগিরই এ তহবিল সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হচ্ছে। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ চুক্তি সই করবে।

বুধবার বাংলাদেশ ব্যাংক তহবিলের উৎসদাতা হিসেবে চুক্তির খসড়া চূড়ান্ত করে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী ম‍ুখপাত্র গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান হটনিউজকে বলেন, বুধবার সমঝোতা চুক্তির খসড়া চূড়ান্ত করেছি। যে কোনো সময় চুক্তি সই হবে।

তিনি আরও জানান, এ চুক্তির মাধ্যমে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের নয়শ’ কোটি টাকার তহবিল সরবরাহ করবে।

এ তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ । আর তহবিলের তদারকি করবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top