সকল মেনু

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ৪০ হাজার ছুঁই ছুঁই

হটনিউজ ডেস্ক:

মহামারী করোনাভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রে। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন ৬০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। এরইমধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজারের কাছাকাছি মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, বুধবার বেলা ১২ টা পর‌্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭ জন। আর মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জন। সুস্থ হয়ে ‍উঠেছেন ১৬ লাখ ১৯৫ জন। বিশ্বের মোট আক্রান্তের চার ভাগের এক ভাগই যুক্তরাষ্ট্রের জনগণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top