সকল মেনু

নেপালে নয় ভগবান রামের জন্ম ভারতে : কে পি শর্মা ওলি

হটনিউজ ডেস্ক:

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি দাবি করেছেন ভগবান রামের জন্ম ভারতে নয় নেপালে। এ বিষয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোমবার প্রধানমন্ত্রী ওলি নিজ বাসভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় এ দাবি করেন।

তিনি বলেন, ভারতীয় হিন্দুরা ভগবান রামের জন্মস্থান বলে যে প্রাচীন শহর অযোধ্যাকে বিশ্বাস করেন তা আসলে কাঠমাণ্ডুর কাছে অবস্থিত একটি এলাকা। অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম (নেপালের একটি জেলা যা রাজধানী কাঠমান্ডু থেকে ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত) ।

নেপালের প্রধানমন্ত্রী আরও দাবি করেন, মধ্যযুগীয় বাংলা সাহিত্যেও রাম যে নেপালী এর প্রমাণ রয়েছে। অযোধ্যা যে নেপালের এটিরও প্রমাণ রয়েছে। মধ্যযুগের লুইপার কাব্যে এসবের নির্দশন রয়েছে। ফলে সীমান্ত নিয়ে ভারত বেশি বাড়াবাড়ি করলে আমরা অযোধ্যাকেও নেপালের দাবি করতে পারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top