সকল মেনু

জিজ্ঞাসবাদ করা হচ্ছে ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে

হটনিউজ ডেস্ক:

করোনা টেস্টে জেকেজি কোম্পানির প্রতারণার অভিযোগে ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসবাদ করার জন্য ডেকে আনা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাও বিভাগের উপ পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
আজ রোববার (১২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, তেজগাও উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে জিজ্ঞাসবাদ করার জন্য ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ডেকে আনা হয়েছে।

জিজ্ঞাসবাদে সন্তোজনক জবাব না পেলে গ্রেফতার করা হবে বলেও জানান হারুন অর রশিদ।

টেস্ট না করেই করোনার রিপোর্ট নিয়ে জেকেজি হেলথ কেয়ারের প্রতারণা প্রকাশ্যে আসার পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদফতর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top